শক্ত হাতে ধরে থাকো হাল।


ছেড়ে দিতে পারো
শুকতারার মতো উজ্জ্বল ভালবাসা,
ছেড়ে দিতে পারো
বিলাসিতা মাখা দামী মার্বেলে চলার সুখ,
ছেড়ে দিতে পারো
চাতকের স্ফটিক জলের আশা,
তবে হাল কভু নয়!


সফলতা বাঁচলে
বাঁচবে ভালবাসা।
ভালবাসায় বাঁধা
বহমান জীবনের টুকরো টুকরো সুখ।
সুখী হৃদয়ের বিপুল আশা।


মাঝ দরিয়ায় যখন নৌকা টলমল,
ভয় পেয়ে ছেড়ো না হাল।
যে ভালবাসে সে ভীত নয়।
সাহসী মানুষের জীবনেই আসে সুখ।
ভয়কে জয় করার আশায়
বেঁচে থাকে সাহসী মানুষ।


হাল ধরে থাকো,
সফলতা আসবেই।
বেহাল মানুষও যদি ধরে হাল,
ছোট কাজ থেকেই জন্ম নেয় বড় সফলতা।
শক্ত হাতে ধরে থাকো হাল-
নৌকার হাল :
হাল চাষের কথা এটা নয়।
বদলে যাক বাঁচা মরার সময় অসময়ের হাল।