হারিয়ে যাও লোকালয় হতে।
হারিয়ে যাও কোলাহল হতে।
হারিয়ে যাও জাঁকজমক হতে।
হারিয়ে যাও রোশনাই হতে।
হারিও না কেবল আপনা হতে।


সে তোমার হৃদয়ের অলঙ্কার।
সে তোমার মনের অধিকার।
সে তোমার ঘুচাবে অন্ধকার।


আপনাতেই তার উপস্থিতি।
যাই হোক পরিস্থিতি,
নিজেরে দিও না আহুতি।
মৃত্যু নয়, জীবনের গতিই
তোমার আমার শেষ পরিণতি।


সে তোমায় দেখাবে মুক্তির পথ।
সে তোমায় শেখাবে যুগের শপথ।
সে তোমার বাঁধবে যত বিপথ।


হারিয়ে যাও লোকালয় হতে।
হারিয়ে যাও কোলাহল হতে।
হারিয়ে যাও জাঁকজমক হতে।
হারিয়ে যাও রোশনাই হতে।
হারিও না কেবল আপনা হতে।