হারিয়ে গেছে প্রদীপের শিখা।
হারিয়ে গেছে সবুজের আমেজ।
প্রাণে বেঁচে আছি আমি একা।
মনে নেই তারুণ্যের তেজ।


দেখাও মোরে দিনের আলো।
দাও মোরে তাজা প্রাণ।
সময়ে যা ঘটে সব ভালো।
তবু মুছে গেছে জীবনের কলতান।


হারিয়ে গেছে প্রাণের আবেগ।
হারিয়ে গেছে জীবের সত্তা।
অসময়ে বুঝি না সময়ের বেগ।
আমার খবর পড়েন বড়কর্তা।


দেখাও মোরে যুগের পথ।
দাও মোরে চলার শক্তি।
মুছে যাক সজীবতা হারানো বিপথ।
জাগুক প্রাণে মনের ভক্তি।