সবাই হাত পেতে নিতে পারে
কিন্তু হাত পেতে দিতে পারে না,
দেওয়ার বেলায় হাত মুঠো হয়ে যায়।
আবার হাত মুঠো করে সে অপরের অধিকার ধরে রাখতে পারে।
এটা হাতের খেলা নয়, মনের খেলা,
মন আবার হৃদয়ের দালাল-
নিতান্ত দালালি করেই তার জীবন কাটে।


মানুষ এখন দালাল।
কেউ কেউ নিজের হয়ে অপরের দালালি করে
আবার কেউ কেউ অপরের হয়ে নিজের দালালি করে।
দালালের হাত নোংরা,
না তাতে কোনও ময়লা লেগে নেই-
যা লেগে আছে তার নাম স্বার্থপরতা।