হিয়ার সাথে মেলে যদি মন
সে দেখা দেয়।
নিজের জালে আটকে আছে যে,
সত্য তারে ছাড়ায়।


সত্য তারে ছাড়ায়।
নিজের কাছে নিজেই ধরা দেয়।


মাঝি ছাড়া অচল নৌকা,
সে তারে দেয় গতি।
তিনি ছাড়া অচল আমি,
সে আমারে দেখায় বাতি।


সে আমারে দেখায় বাতি।
নিজেই মাপি নিজের চলার গতি।


ধুলোর প্রলেপ ঢেকে রাখে,
নিজেরে চিনতে না পারে।
ধুলো ঝাড়লেই স্বচ্ছতা,
আয়নায় মুখ নজর কাড়ে।


আয়নায় মুখ নজর কাড়ে।
নিজের জবাব নিজেই দিতে পারে।


নিজেরে চোখ মেলে দেখলেই
ধরা দেয় প্রাণের আলো।
নিজের আঁধার সরিয়ে দিলে
মুছে যায় জগতের কালো।


মুছে যায় জগতের কালো।
নিজের অন্তরে নিজেই দেখি আলো।