তুমি যে বড় হলে তাতে কার কী উপকার হল?


চাষী ভাইয়েরা আজও আত্মহত্যা করে |
কত শিশু দুধ না পেয়ে মারা যায় |
কত মেয়ে ধর্ষিতা হয় রোজ রোজ...
কত মানুষ লেখাপড়া করার সুযোগ পায় না-
যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পায় না:
পায় না চিকিৎসা...


তুমি কী ভাবো তাদের কথা?
তুমি বড় হলেই তো হবে না-
সকল মানুষের জন্য সমাজতন্ত্র চাই!
তুমি স্বার্থপর: নিজের বড় হওয়া নিয়ে ভেবেছো:
একদিনও ভাবোনি যে পাশের বাড়ির মানুষটা কেমন আছেন...
তোমাকে শত ধিক!


আমি তোমার মতো স্বার্থপর হতে পারিনি-
আমি মানুষের জন্য ভাবি!
তুমি কী পারবে একজনের জন্য,
হ্যাঁ, মাত্র একজনের জন্য একটা চাকরি জোগাড় করে দিতে?