আমি বিরাট হনু-
ব্যাস, এখানেই সব শেষ!
নিজেকে বড় ভাবার ফল পতন।
তা বলে নিজেকে ছোট ভেবো না-
তুমি নিজেকে ছোট ভাবলে,
লোকে তোমাকে পেয়ে বসবে।
আমি যা,
নিজেকে আমি তাই ভাবি।


বড় হনু একজনই-
বিশ্বের প্রথম কূটনীতিক।
আমরা সব ছোট হনু-
মানব দেহ নিয়ে রোজ লঙ্কা খাই রান্নায়।
বহু তথাকথিত বড় হনুকে আমি দেখেছি-
পাহাড়ের চূড়ায় যেতে হেলিকপ্টারে চেপে,
তারপর চূড়ায় পা রাখতে গিয়ে পদস্খলন।
বীরত্বে পাপ, পাপে মৃত্যু।


চলো নিজেদের লেজ গুলো কেটে মানুষ হই
আর বড় হনুকে বলি,
'প্রভু, মঙ্গলদ্বীপ জ্বেলে সকল অমঙ্গলের অন্ধকার
জীবন থেকে দূর করো'।