১) ঈশ্বর ভাব


'আমি যদি তোমাকে পেটাই,
তোমার ঈশ্বর তোমাকে বাঁচাতে আসবে'?


'আপনি মারলেও আমি আপনাকে মারবো না,
আমি আইনের সাহায্য নেবো।
আইন এক সত্য, আইন এক ঈশ্বর।
আমি নিজে হাতে কখনো আইন তুলবো না-
এটাই তো ঈশ্বর ভাব'।  


অপরের প্রতি শ্রদ্ধার মধ্যেই লুকিয়ে ঈশ্বর পুজো।  


২) সমাজের চোখ


সমাজের চোখ ভালো নয়-
তোমার ভালোকে সে খারাপ বলে
আর তোমার খারাপকে ভালো।
ভালোকে খারাপ বলার কারণ
সে তোমার সুখ দেখতে পারে না।
খারাপকে ভালো বলার কারণ
সে চায় তুমি গোল্লায় যাও।
এটা মনে রেখো যে তুমি সামাজিক জীব-
সমাজের ভিতরে থেকো
কিন্তু সমাজকে কখনো নিজের ভিতর রেখো না।


৩) আপনি কী ঈশ্বর মানেন


ঈশ্বর বলতে আমি বুঝি
যা কিছু ভালো আছে আমার মধ্যে।
তাই সদা চেষ্টা করি
নিজের খারাপের ওপর চাবুক চালিয়ে,
নিজের ভালো জাগিয়ে তোলার।
অন্তরের পবিত্রতা যখন আকাশ ছোঁয়,
তখনি ঈশ্বর প্রাপ্তি ঘটে।
অত মোটা মোটা বই আমি বুঝি না-
কেবল কাজ করে যাই ফলের কথা না ভেবে।