হাজার হাজার মানুষের মৃত্যু কী একই দিনে লেখা ছিল!
মহাকাল কেন নিশ্চুপ?
কেন তার মুখে কোনও জবাব নেই?
মানুষকে আপন করা কী পাপ!
দূরে ঠেলে দাও মানুষকে,
দূরত্ব বজায় রাখো...
যদি নিজে বাঁচতে চাও |
বাঁচার অর্থ মিলন, অবজ্ঞা নয় |
ইতালি কী বাঁচতে চেয়েছিল,
তাই এই ভাবে তাকে বিদায় নিতে হল!


চারদিকে শুধু কফিন-
পথে ঘটে হাটে বাজারে...এমনকী গির্জাতেও...
শকুনের দল ঘুরে বেড়াচ্ছে স্তব্ধ শ্মশানে লাশের খোঁজে |
মুসোলিনির থেকেও সে বড় শয়তান-
কারণ সে থামতে জানে না, শুধু থামাতে জানে:
মৃতের জীবনকেও সে বন্দি করে কফিনের আড়ালে,
যেখানে ভোরের আলো রাতের আঁধারে মুখ লুকায় |