যেতে হবে, তাই থাকব কেন?
নিজের বাসায় পাখি ফেরে দিনের শেষে-
আমি পাখির মতো স্বাধীন নই,
তাই ভেলায় ভেসে যাব সুদূর দেশে!


বড় হতে চাওয়া কী পাপ?
পাঁচ জনে পাঁচ রকম বলে!
বাবার মতে: এক কান দিয়ে শোন, আরেক কান দিয়ে বার করে দে।
মায়ের মতে: বড় হবি, নিজেকে নিয়ে না ভাবলে চলে!


দূরে চলে যাচ্ছে, এই কারণেই খারাপ।
দূরে থেকেও সাহায্যের হাত বাড়ানো যায়।
কাছে থাকলেও অনেকের মন থাকে দূরে।
দূরে থাকলেও মন কোল ছাড়ে না: অটুট বন্ধনের গান গায়।


গান গাইতে গলা লাগে।
ছবি আঁকতে হাত।
চলে যেতে দরকার দুটো পা।
হৃদয়ে লাগে কঠিন আঘাত।


সফলতা আসে বহু যুগের শেষ প্রান্ত থেকে হাওয়ার বেগে।
কঠোর সংগ্রামে পিঠ যায়নি বেঁকে।
সফলতার হাত ধরে চির বিদায় নেব,
যাদের জন্য লড়াই আজ, তাদেরই কোল থেকে!