জীবনকে আমি যে পথে চালাতে চাই,
সে পথে সে চলে না সব সময়।
জীবন তার হাতের মুঠোয় ধরা।
ছাড়াবে সাধ্য কার। পথ তাই নির্দয়।
জলকে হাতের মুঠোয় কে পারে ধরতে।
সে জলের মত। তাকে কী ধরা যায়।
সে স্রোত হয়ে বয়ে চলে ধমনীতে।
শত বিপদের ভিড়েও অকুতোভয়।
সে যা দেয় নিই মাথা পেতে।
এক মুঠো প্রশ্বাসেই মুক্তির জয়।
কত না পাওয়ার ভিড়ে পেয়েছি কত কিছু।
কোনো কিছুরই নেই অপচয়।
খালি হাতে আসা যাওয়া। সুখ দুঃখ সমান।
অনেক কিছুই বেঁধেছি অজান্তে। নেই অবক্ষয়।
শুধু তার সাথে মুখোমুখি দেখা হল না।
এই ব্যথা বুকে নিয়েই চিরবিদায়।