জীবনটা আপনার নয়, আমার।
কেবল সময়ের কথা আমি শুনি,
কখনো অন্য কারো নয়।
কারণ জীবন সময়ের দাস-
কে বলে সে মানুষের দাস?


আমাকে আমার জীবনের দাস হতে দেওয়া হোক।
সে আমাকে ঠিক নিয়ে যাবে সময়ের সমীপে।
আর আপনি আমাকে চোরাবালিতে ঠেলে ফেলে দেবেন।


আমি যখন যা মন চায়, তাইই করি।
গান গাইতে ইচ্ছে করলে গান গাই,
ঝগড়া করতে ইচ্ছে করলে ঝগড়া করি !
ভাত খেতে ইচ্ছে হলে রুটি খাই না,
রুটি খেতে ইচ্ছে হলে মুড়ি চিবাই না,
মুড়ি খেতে ইচ্ছে হলে ঘোল খাই না।


আপনি আপনার জীবন চালান,
আর আমি আমার।
মাথা ব্যথায় নিজের মাথায় অমরুতানজান লাগান,
আমার মাথা টিপে দেওয়ার কোনও প্রয়োজন নেই।