১) জমি


জমি কার?
শক্তির না সততার।


জমি কার?
বুদ্ধির না বিবেকের?


যারা জমিতে ফসল ফলায়,
তারাই জমির আসল জমিদার।


এখানে কোনো জমিদার নেই,
তবু জমিদারি প্রথা আছে বৈকি।


আসল জমিদারেরা সদা বঞ্চিত-
যে জমিতে তারা সোনার ফসল ফলায়,
সেই জমিতেই ফাঁদ পাতা!


২) ঘোড়া


হাতিশালে চারটে ঘোড়া!


হাতি কেন?
হাতি মানে মাথা ছোট ও শরীর বড়।


ঘোড়া কেন?
রেসের মাঠে সে ছাড়া আর কে দৌড়বে!


মাত্র চারটে ঘোড়া কেন?
প্রথম ঘোড়া বিভেদ দেখে।
দ্বিতীয় ঘোড়া দেখে পায়ের তলায় ঘাস আছে কিনা।
তৃতীয় ঘোড়া কেবল ঘাস কাটে।
আর চতুর্থ ঘোড়া কেবল হাত নাড়ে।  


না, আর কোনো ঘোড়া হাতিশালে নেই!