মনের স্বভাবই ভাবা,
তা কারণেই হোক বা অকারণে।
প্রাণের স্বভাবই কাঁদা,
তা কারণেই হোক বা অকারণে।
মন প্রাণ দুজনেই আবেগের কথা শুনে চলে-
কিন্তু আবেগের সাথে যুক্তি না থাকলেই বিপদ:
সব চিন্তা মৃতের চিতায়,
সব কান্না সমুদ্রের নোনা জলে।
যুক্তিহীন অনুভূতি ধোঁয়া হয়ে মিলিয়ে যায়,
চোখ, নাক, কান, ত্বক ও জিহ্বা
জ্বালিয়ে দেয় ক্ষণিকের জন্য।
যুক্তিহীন উদ্যম কর্মের মাঝেই টেনে দেয়
দাঁড়ি বা প্রশ্ন চিহ্ন।
আবেগ তাড়িত মানুষ মাথা খুঁড়ে মরে
যুক্তির পদতলে।
যুক্তি মানুষের জীবনে তাসের টেক্কার মতো-
কখনও সে তুরুপ হয়ে টেক্কাকেও টেক্কা দেয়!
আবেগের থেকে যুক্তি বড়-
যেমন জীবন বড় জীবিকার থেকে:
জীবনই যদি না বাঁচে, জীবিকা বাঁচবে কীভাবে?
যুক্তি হাত ধরে টেনে তুলুক আবেগকে,
পথ দেখাক তাকে...