বয়স তখন আমার চোদ্দো।
মা বললেন, 'লেখাপড়া করে কী হবে আর'।
বাবা বললেন, 'সামনের মাসে তোর বিয়ে'।
দাদা লেখাপড়া ছেড়ে কাজের তাগিদে ফেরার।


সোজা চলে গেলাম সমাজ কল্যাণ শাখায়।
খুলে বললাম সব কথা।
ওরা লোক পাঠালো বাড়িতে।
মা ওদের অপমান করে তাড়ালেন অযথা।


তারপর বাবা নিজেই ভেঙে দিলেন সম্বন্ধ।
বললেন, 'মেয়েকে দেবো না বিয়ে।
পাত্র দুশ্চরিত্র লম্পট।
মেয়ে থাকুক লেখাপড়া নিয়ে'।


আজ আমি মাধ্যমিক পরীক্ষার্থী।
ভবিষ্যতে শিক্ষিকা হতে চাই।
সংসারের দায়িত্ব আমিই নেব-
কন্যা শ্রেষ্ঠা হয়ে দেখাবো ভাই।