নিজের ছাড়া কিছুই জানি না।
নিজেকে নিয়েই সদা ব্যস্ত।
বাইরের আকাশ দেখার সময় কই?
ভিতরের আকাশে মেঘ বিন্যস্ত!


কারোকে সম্মান দিতে জানি না,
তবু অসম্মান করি কেন?
বাইরের মানুষটি আসলে নিজের ভিতরেই
এই কথাটি জেনো!


আমি ছোট বলেই সকলকে ছোট বলি।
ভিতরের বড় মানুষটিকে পাই না দেখতে।
আমি বড় হলেই তুমিও বড়,
ভিতরের মানুষটির দায় জীবনের অঙ্গীকার রাখতে।


কিভাবে ছোট থেকে বড় হবো?
আকাশ পানে মেলো দু চোখ, দেখো তার উদারতা।
তোমার দু চোখের ঠুলি যাবে খুলে
আর চোখে আলো পড়লেই শিশুর সরলতা।  


শুনলে মনে হয় কত সহজ
কিন্তু কাজটা যে দারুণ কঠিন।  
শক্ত মাটিতে চলার সময় ওপরে তাকালেই হোঁচট,
তাই না তাকানোই সমীচীন।