কৃষক বললো,
'এই মাটি দেশের।
এই ফসল দশের।
তাহলে আমার সম্পদ কই'!


সৈনিক বললো,
'আমি দেশের রক্ষক।
আমি দশের পরিত্রাতা।
তাহলে আমার সুরক্ষা কোথায়'!


খাদ্যে সবার অধিকার।
সুরক্ষায় সবার অধিকার।
পেট এবং মান যদি অভুক্ত থাকে,
দেশ পরাধীন
ও দশ মৃত।


কৃষকের মধ্যে আছে মানুষ,
সৈনিকের মধ্যে আছে মানুষ...
উল্টোটা কী সত্য!


প্রত্যেক জীবনের মধ্যে
যদি একজন কৃষক জন্মায়,
যদি জন্মায় একজন সৈনিক,
তাহলেই বাঁচবে দেশ ও দশ।