'তোমার মধ্যে খারাপটা কি'?


'খারাপ সবার মধ্যে থাকে,
আমার তোমার সবার।
খারাপ দিয়ে কি মানুষ বিচার হয়?
সবার ভালোটাকে নিতে শেখো,
কারো খারাপের দিকে আঙুল না তুলে,
তাহলেই জীবনে বড় হতে পারবে।
খারাপ দেখো শুধু নিজের
আর সময়ের সাথে বদলাও নিজেকে।
নিজের ভালো গুণ বুক ফুলিয়ে বলার
কোনো প্রয়োজন নেই-
ভালোটা বেশীদিন বাঁচে না,
যেটা পড়ে থাকে শেষ সময় পর্যন্ত,
সেটা খারাপ'।  


'বেশ ভালো বলেছো।
কিন্তু আমার কাজ হল-
তোমার খারাপটা সকলকে দেখিয়ে দিয়ে
নিজের ভালোটা তুলে ধরা'।


'আমি চিনি তোমায়,
তুমি হলে সমাজ'।


'সঠিক চিনেছো তাহলে'।


'হ্যাঁ, তবে একটা কথা জেনে রেখো,
সমাজকে আমি তোয়াক্কা করি না
যদিও সমাজ থেকে আমি বিচ্ছিন্ন নই'।