মানুষ বিজ্ঞান বোঝে-
গরুর গাড়ির থেকে মেট্রো তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছে দেয়,
শরীর খারাপ হলে ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে হয়,
কম্পিউটার শিখলে ভালো অফিসে চাকরি পাওয়া যায়,
ইত্যাদি।


কিন্তু বিজ্ঞান যে মানুষ বোঝে,
সে সাহিত্য বোঝে না!


সাহিত্য মানে কি?
মানুষের সাথে পরিবারের সম্পর্ক,
পরিবারের সাথে পরিজনের সম্পর্ক,
পরিজনের সাথে আত্মীয়র সম্পর্ক,
আত্মীয়র সাথে বন্ধুদের সম্পর্ক,
বন্ধুদের সাথে প্রতিবেশীর সম্পর্ক,
প্রতিবেশীর সাথে সমাজের সম্পর্ক,
সমাজের সাথে গ্রামের সম্পর্ক...
গ্রামের সাথে
জেলা, রাজ্য, দেশ ও বিদেশের সম্পর্ক।
এক কথায়-
মানুষের সাথে মানবতার সম্পর্ক।


কিন্তু এখন মানুষের সাথে কেবল মোবাইলের সম্পর্ক!
দুঃখের বিষয় মানুষের সাথে মানুষেরই তেমন সম্পর্ক নেই!


মানুষের সাথে মানুষের গভীর সম্পর্কের ব্যাখ্যা হল দর্শন।
সম্পর্ক ম্লান,
তাই গভীরতা এখন এক হাঁটু জল।  


যার দর্শন নেই,
তার সাহিত্যও নেই।
তার বিজ্ঞান পরমাণু বোমা!