কিসের চিন্তা করিস এত।
ছেড়ে দে সব তার ওপর।
তারপর নিজের কাজে মন দে।
দেখবি জ্বলবে প্রাণ নিজের ভিতর।


কাজ তোর হাতের মুঠোয়
কিন্তু তার হাতে মাপা কাজের ফল।
গাছে ওঠার দায় তোর।
নিচে দাঁড়িয়ে ওপরে তাকাবার করিস নে ছল।


চিন্তা যদি বাড়াস মনে
হারিয়ে যাবে কাজের খেই।
চিন্তা চিতার সমান।
শ্মশান পথে ছড়ানো খই।


গাছে ওঠা অত সহজ নয়,
তবু চেষ্টা করলে সব সহজ।
নিচে দাঁড়িয়ে ঢিল মারে অসতে।
ঝেড়ে ফেল অকাল চিন্তার বোঝ।