কবির মৃত্যুতে আমি গেছিলাম।
শেষ দেখা দেখতে।
দেখলাম তার ঠোঁটের কোণে মৃদু হাসি লেগে আছে।
হয়তো শেষ কবিতাটা বলতে চাইছেন।
আচ্ছা, নাম কী হতে পারে ?
ভিড়ের মধ্যে থেকে কেউ বললো- 'মৃত্যু'।
আমি বিশ্বাস করলাম না
কারণ ভিড়ের মধ্যে মানুষ হারালেও কবি হারিয়ে যান না।
কবিতার শব্দের ভিতর তার আজীবন বাস।
তাই কবিতাটার নাম- 'মৃত্যুঞ্জয়'।