যে প্রেমিক নয়, সে কোনও কবি নয়।
আম জনতার রায়।
যে ভাল মানুষ, সবাই তার ভালবাসা-
শিকড় থেকে ফুল, পোকা থেকে মানুষের আশা।
কবির মুক্তি কবিতায়।


যে ভাবুক নয়, সে কোনও কবি নয়।
মানুষে ভালবেসে কয়।
যে চিন্তা করে, সে বাস্তবকে জানে-
মাটিতে দাঁড়িয়েই দেখে আকাশ পানে।
কবির মুক্তি কবিতায়।


যে শান্ত নয়, সে কোনও কবি নয়।
অশান্ত জীবনের চোখে ভয়।
যে সৃষ্টি করে, তার মনে তোলপাড়-
ধ্বংসের ভাঙ্গনের ফলেই জন্ম হয় সভ্যতার।
কবির মুক্তি কবিতায়।


যে মুক্ত নয়, সে কোনও কবি নয়।
স্বাধীন দেশও শৃঙ্খলাবদ্ধ হয়।
যে স্বাধীন, সে ভাঙ্গে কুল-
গণতন্ত্রের ভিড়ে খুঁজে বেড়ায় স্বেচ্ছাচারের ভুল।
কবির মুক্তি কবিতায়।