ব্যস্ত জীবন- শ্বাস ফেলার নেই সময় |
ভিড়ের মাঝে আজ সাহিত্যের অপচয় |
হারিয়ে যাচ্ছে গল্প উপন্যাস নাটক |
কলের পুতুল হওয়াটা আজ বাধ্যতামূলক |  
আলোর দুনিয়াতে ডানা মেলে গ্রহণের অন্ধকার |
চাঁদের স্নিগ্ধ রুপালি কালি মেখে একাকার |
একাকীত্বই বন্ধু- নেই সাথী কোনও |
মানুষে মানুষে বেড়েছে বিভেদ, বলি শোনো |
পরিবার পরিজন প্রতিবেশী সব গেছে মুছে |
বন্ধন সব গেছে ছিঁড়ে, ম্লান হয়ে আছে |
স্বার্থপরতা রয়েছে লেখা দেয়ালে দেয়ালে |
গান হারিয়ে জীবন চলে আপন খেয়ালে |
হাঁপিয়ে ওঠা মন নিয়ে গুণি কড়ি কাঠ |
বাঁচার আশায় বুকটা করে কবিতা পাঠ |