তাঁর কণ্ঠ কে কিনতে পারে?


ময়ূর বলল,
'তোমার গান শুনেই পেখম তুলে নাচি,
বর্ষার কারণে নয়'।
চিল বলল,
'আকাশে উড়তে উড়তে ক্লান্ত হয়ে গেলে,
তোমার গান শুনতেই নেমে আসি ধরায়,
শিকারের লোভে নয়'।
টিয়া বলল,
'তোমার গান শুনেই কথা বলতে শিখেছি'।
কাক বলল,
'তোমার গান শুনেই সমাজ সংস্কারের অনুপ্রেরণা পাই
শত তাচ্ছিল্যের ভিড়ে'।


কোকিলা একবার দেবী সরস্বতীর আরাধনা করে
বর পেয়েছিলেন।
দেবীর বীণা ভক্তের গলায় প্রতিষ্ঠিত।
দেবী পক্ষেই উত্থান, দেবী পক্ষেই পতন।
কণ্ঠ অনির্বাণ।