সুতানুটি, গোবিন্দপুর ও ডিহি কলিকাতা- তিনটি গ্রাম।
নবাবের শাসন থেকে ফিরিঙ্গির শোষণ।
জব চার্নক-এর ঘর বড়িতে মাকড়সার জাল,
মাছ ধরার জালে আটকে পরাধীনতার গ্লানি।
১৭শ শতাব্দীর শেষ ভাগ।  এখন ২০২২।
বয়সের ভার। সংস্কৃতির শহর। আনন্দের আবহ।
মুখে কলি চুন। হুগলি নদী সাক্ষী। বট বৃক্ষের নীরবতা।


রামমোহন বিদ্যাসাগরের হাত ধরে নারীর মুক্তি।
রানী রাসমণি মধ্যমণি। এক হাতে জমিদারি,
এক হাতে ফিরিঙ্গি দমন। এক হাতে বিপুল অর্থ,
এক হাতে কালিকা পুরাণ।


বিদ্যাসাগর নাস্তিক। মাতা পিতাই দেব দেবী- হর গৌরী।
রামমোহন দেবেন্দ্রনাথ রবি এক ঈশ্বরবাদী- ব্রাহ্ম।
গঙ্গার পাড়ে দক্ষিণেশ্বর মন্দির। সব মিলে মিশে একাকার।
সাকার নিরাকার জীবন জড়।  সবেতেই তিঁনি।  সেবা ধর্ম।
ঠাকুর মা বিবেক। আদি অনন্ত সনাতন।


আকাশের রবি অস্ত যায়, এ রবি অমর।
জীবন দেবতা, জীবন ধর্ম। সাহিত্য শিল্প দর্শন নবজাগরণ।
চিকাগো থেকে নোবেল।  বেদ থেকে বাংলা।
আজকে যা ভাবি আমরা, ভারত ভাববে কাল।
ফিরিঙ্গির চামচাগিরি কারা করেছিল জানি না-
ফিরিঙ্গির থেকেও উর্বর আমরা, ওরা বর্বর:
মানুষ শিকারী। আমরা জ্ঞানী। প্রকৃত অর্থেই।
আমরা বিশ্বজয়ী- অস্ত্রে নয়, চিন্তাশক্তিতে।
বিশ্বের মাথানত বাংলার বাঙালিয়ানায়।


(ক্রমশ)