'কোথায় জন্ম তোমার'?
'চিড়িয়াখানায়'।
'সে কী! তুমি তো মানুষ'!
'তোমার আমার সমাজ। এখানে সব জীবের বাস তোমার আমার অন্তরে'।
'কেমন বলো দেখি'?
'এখানে বাঘ হরিণকে হিংসা করে। নেকড়ে বাঘকে।
বাছুর ভয়ে বাঁচে। শকুন তাকে জীবিত অবস্থায় খোঁজে।
সিংহ পশুরাজ। তবে রক্তের দাগ থেকে মুক্ত নয়।
তড়িতের তারে বসা পায়রা অকারণে মরে।
চতুর শিয়ালের জলে বিপদ। কুমিরের মুখে পা।
কুমির রোদে ঘাপটি মেরে ঘুমোয়। সাপেদের দেখে শেখা।
কোকিল কাকের বাসায় ডিম পাড়ে। কাক তাতে তা দেয়।
হাতি কান নেড়ে মাছি তাড়ায়। ঘোড়ার দৌড় আর থামে না। গাধা গাধাই'।
'বুঝলাম'।
'সব শেষে বলে রাখি,
ঘোড়া ও গাধার সন্তান এখানে প্রচুর'।
'হা হা হা'।