দিনু লোকের বাড়ি বাড়ি জল দিতো।
শক্ত ছিল বেশ কিন্তু হঠাৎ মারা গেল:
অত সুখ সহ্য হয়নি।
লটারির টাকা ছেলেগুলোকে বাঁচিয়ে দেবে।


মেজ ছেলের দুটি মেয়ে-
সে বেশি ভাগ চেয়ে বসল।
মারপিট। রক্তারক্তি।


দিনু নেই। ছেলেরা ফেরার। কার টাকায় কে খায় !


টাকা না থাকার এক জ্বালা
আর টাকা থাকার শতেক জ্বালা।
টাকা থেকেও ভোগের ভাগ্য নেই !