শিশির ভেজা সকাল বেলায়
ভাসাও আমায় গানের ভেলায় |
রৌদ্র মাখা নরম দুপুর
তোমার সুরের আলোর ছটায় ভরপুর |
বিকেলের স্নিগ্ধ মধুর ছোঁয়ায়  
তোমার তাল ছন্দ মোর নয়ন ধোয়ায় |
সন্ধ্যার আলতো আবছা আলো
মনে প্রাণে তোমার অনুভূতি জাগায় ভালো |
গুটি পায়ে আসে যখন নিষ্ঠুর রাতি,
পথ দেখাও মোরে তুমি জ্বালায়ে বাতি |
মা গো তুমি মা আমার-
দূর করো হে সকল আঁধার |


হাত বাড়ালেই বন্ধু মেলে না |
আঁধার বুকে আলো খেলে না |
বন্ধু তুমি বাড়ালে কোমল হাত-
ঝলমলে সকাল এখন, অতীত আঁধার রাত |
দুঃখ গেলো ঘুচে,
সুখ এল যেচে |
জীবন আমার রামধনু রঙা আকাশ |
গায় নাচে স্নিগ্ধতার মনমাতানো সুবাস |
কষ্ট মেখে গায়ে তুমি ফোটালে হাসি মোর মুখে |
ঝলমলিয়ে উঠলো স্পন্দন আমার স্তব্ধ বুকে |
বন্ধু তুমি মোর চিরসাথী-
তোমার স্পর্শে আমি মাতি |