আগে মানুষ মাত্রই করতো ভুল,
এখন মানুষ মাত্রই চালাক।
কারো চালাকি ধরা পড়ে, কেউ নির্ভুল;
কেউ সৎ পথে, কেউ বিপথে পেটায় ঢাক।


সতের সাথে সততা, শঠের সাথে শঠতা-
মাথা উঁচু করে বাঁচতে শেখায়।
অতি ভালোর ভাগ্যে ঝাঁটা
আর অতি খারাপ ধুলো মেখে লুটায়।


অতি বোকাই অতি ভালো হয়।
মানুষ চিনতে সময় লাগে না।
অতি চালাকের প্রাণে ভয়...
প্রাথমিক ভ্রমই খুলে দেয় যুক্তির জানালা।