ভেড়ার দল ঠিক করলো আস্তাবল পর্যন্ত হেঁটে যাবে,
ঘোড়াদের কাণ্ডকারখানা ওদের একদম ভালো লাগছে না।


ঘোড়াদের ভুলটা কোথায় বলি।
ঘোড়ারা ওদের চারণভূমি কেড়ে নিয়ে
সেখানে কোম্পানি গড়তে চায়।  


ভেড়াদের সর্দার এগিয়ে চললো
ত্রিশ জন ভেড়ার সাথে।
আস্তাবলের সামনে আসতেই
তাদের লক্ষ্য করে দুজন ঘোড়া দূর থেকে গুলি ছুঁড়লো।
ত্রিশ জন ভেড়া মারা গেল
কিন্তু সর্দার বেঁচে রইলো।


সে আস্তাবলের ভিতরে গেল দু হাত তুলে,
বেরিয়ে এল হাসি মুখে।
তারপরে নিজের জায়গায় ফিরে এসে বললো,
'যদি তোমরা সকলে কোম্পানিতে চাকরি পাও,
তাহলে আর চারণভূমির কী দরকার'?
সবাই রাজি হল।
মৃতদের পরিবারের লোকেরা আগে চাকরি পাবে,
সর্দার আশ্বাস দিলো।


কেবল একজন বাচ্চা ভেড়া
ওই ত্রিশ জনের কথা জিজ্ঞেস করলো
আর সর্দারের বেঁচে থাকা নিয়ে প্রশ্ন তুললো।


রাতের অন্ধকারে তাকে কেটে ফেললো সর্দার।