'তোমার আপত্তি কিসে?
মেয়ের সেরা পছন্দ'।


'বহুকাল আগের কথা।
তখন ছোট চাকরি করতাম।
এই বড় চাকরিটা তখনও পাইনি।
এই ভাবেই মাথা নিচু করে গেছিলাম ওদের বাড়ি'।


যোগ্যতার অগ্নিপরীক্ষায় অর্ধদগ্ধ একটা জীবন্ত লাশ।
যোগ্যতার যাচাই কে করে?
পুরনো অসুখ হঠাৎ জেগে ওঠে
নিয়মিত ওষুধ না খেলে।
ফিরে দেখার দিন আর নেই,
সামনে এগিয়ে চলার দিন হাতছানি দিয়ে ডাকছে।
পুরনো কাসুন্দি ঘেঁটে কী লাভ?
কিন্তু পুরনো চাল যে ভাতে বাড়ে!
সম্পর্কের টানাপড়েনের মধ্যে দিয়েই
সম্পর্ক শেষ হয়।
অতীত ভুলে বর্তমান গড়লেই,
ভবিষ্যৎ নিশ্চিত হয়।
কিন্তু সময়ে অসময়ে অতীত খোঁচা মারে-
অতীতের খোঁচায় বর্তমান টালমাটাল,
ভবিষ্যৎ অনিশ্চিত।


'ও তোমার যোগ্য মেয়ে'।


'না, মেয়ের যোগ্যতা নিয়ে কোনও প্রশ্নই নেই'।