১.


খেলতে সুবিধা হয়, তাই মিনি স্কার্ট পরি |
খেলাটা আগে, কে কী ভাবলো সেটা আমি ভাবি না |


২.


ছোট পোশাক নাকি ধর্ষণ বাড়িয়েছে!
বোরকা পরলে হয়তো তা কমতো |
আমি বলি- কালো কাপড়ে আগে কিছু লোকের
চোখ বেঁধে দাও, তাহলে আমার মিনি স্কার্ট
তারা আর দেখতে পাবে না |


৩.


ধর্ম অনেক কথা বলে
কিন্তু সব থেকে কম মানে যেটা, সেটা মনবিকতা |
মানবিকতাই ধর্মের ভিত...
আমি অধার্মিক মোটেও নই-
দেশের জন্য মেডেল এনেছি বহু,
সেতু বেঁধেছি মৈত্রীর প্রতিবেশীর সঙ্গে সাদি করে |


৪.


নারীর উত্থানে যাদের অসুবিধা নেই,
তারা মোটেই পোশাক নিয়ে ভাবে না,
ভাবে খেলা নিয়ে |
পোশাকটা পুরুষতন্ত্রের একটা ছুতো মাত্র!


৫.


আমি জানি দুটো জিনিস-
খেলা আর
দেশের জন্য মেডেল |