আমি প্রতিবন্ধী নই
যে বাম দিকে হেলে চলবো।
পড়ে গিয়ে কপাল ফাটতে পারে।


আমি প্রতিবন্ধী নই
যে ডান দিকে হেলে চলবো।
পড়ে গিয়ে কপাল ফাটতে পারে।


দুই হাতই সমান।
দুই হাতই কাজে আসে।
যার এক হাত নেই,
কেবল সেই বোঝে দুই হাতের মর্ম।
তাই এক হাতি হয়ে কোনো লাভ নেই।
প্রাধান্য সবার থাকুক-
বুদ্ধিমত্তা অথবা শ্রম।


চলো খেলি দুই হাতে
আর বলি, 'গণতন্ত্রের জয়'।
গণতন্ত্রের নাম গান জপতে জপতেই
কখন প্রজাতন্ত্র এসে দরজায় কড়া নাড়বে...