মন যদি দিই আমি তোমায়,
তাহলেই বিশ্বাস জন্মাবে |
বিশ্বাস জন্মালেই মর্যাদা আসতে বাধ্য |
ত্যাগ স্বীকার করতে শিখবে এই মানুষটি |
আর তার পিছু পিছু আসবে সঙ্গ দেওয়ার সময় |
গোটা জিনিসটাকে এক কথায় বলে 'প্রেম' |


আমি মন দিতে চাই,
কিন্তু কাকে দেবো?
কে আমার যোগ্য, তা আমি বুঝবো কী করে?
যাকে আমি মন দেবো,
সে কী আমাকে মন দিতে প্রস্তুত?
কীভাবে খুঁজে পাবো আমি মনের মানুষকে?
  
মন সস্তার জিনিস নয়,
যে বাজারে চিচিঙ্গের দরে বিক্রি হবে |
ধর্ম মতে বিয়ে হলেও,
মন দেওয়া নেওয়া নিয়ে অনেক সমস্যার আবির্ভাব ঘটে |
আবার মন দেওয়া নেওয়া হয়ে গেলেও,
কখনও কখনও বিয়েই হয় না!
আমি যাকে মন দেবো,
তাকেই আমি বিয়ে করবো;
তা না হলে, অন্য কারো সাথে সাত পাকে ঘুরবো না |
যদি কোনও দিন মন দেওয়া নেওয়া না হয়,
তাহলে বিয়েই করবো না |
মন আমি যাকে দেবো, শরীরও আমি তাকেই দেবো,
অন্য কোথাও কখনও নয়
কারণ আমার শরীর মনের কথায় চলে, উল্টোটা নয় |
গঙ্গার জলে দূষণ ছড়াতে পারে
কিন্তু আমার মন কাক চক্ষুর ন্যায় স্বচ্ছ-
এতে ধুলো বালির কোনও ঠাঁই নেই:
শুধু মৃদুমন্দ বাতাস জলে আলপনা কাটে মাত্র |


মন লেনদেন-এর জাঁতিকলে পড়ে
প্রেম জিনিসটা একটা আপেক্ষিক বস্তুতে পরিণত হয়েছে-
একটা খুঁটি না ধরলে এর বিচার করা কঠিন |
আর 'বিশ্বাস', 'শ্রদ্ধা', 'ত্যাগ', 'সঙ্গ দেওয়া'...হল সমুদ্রের ঢেউয়ের মতো-
যতক্ষণ মন রূপ হওয়া আছে,
ততক্ষণ এদের অস্তিত্ব |


মন দিলে শুনেছি নাকি মায়া পড়ে যায়-
সে মায়া চিরস্থায়ী |
আবার মোহ থেকে যে মায়ার জন্ম হয়,
তা মরীচিকার ন্যায় ক্ষণস্থায়ী |


সব শেষে বলি:
মন আছে বলেই বিশ্বটাকে বেঁধে রাখা গেছে |
মন বস্তুটি না থাকলে কাঁচের ফুলদানির মতো
বিশ্ব ভেঙে হতো চুরমার-
ফেভিকুইক কোনও কাজে আসতো না |
সকল ধ্বংসের মাঝে মনই সৃষ্টি করে থাকে,
যা এই ধরাকে প্লাবনের হাত থেকে বারবার রক্ষা করে |