আগে চড়ুই পাখির মতো বড় বড় মশা ছিল।
প্রচুর রক্ত খেত।


রাজার রাজত্বে প্রজা মূল্যহীন।
দুই প্রকার রাজা দুই ভাবে শিকার করতো-
একজন ডান হাতে বন্দুক চালিয়ে, অপরজন বাঁ হাতে।
তারপর একদিন রাজার পতন হল।
মানুষ শিখলো, জানলো ও বুঝলো।
গণতন্ত্রেও রাজা থাকে,
তবে প্রজার প্রতিবিম্ব হয়ে।
এখন প্রজার হাতে দড়ি।


মশা এখনো আছে।
তবে আকারে ছোট।
বেশি রক্ত খায় না,
তবে ক্ষমতার লোভে মাঝে মধ্যে রোগ দিয়ে দেয়-
সঠিক সময়ে চিকিৎসা করালে কোনও ভয় নেই।


পাবলিকের হাতে স্প্রে আছে।
জনতার হাতে গাম্বুসিয়া।


গদি যতদিন থাকবে,
মশাও থাকবে।
তবে প্রতিকার এখন মানুষেরই হাতে-
গণতন্ত্র এই স্বাধীনতাটুকু মানুষের হাতে তুলে দিয়েছে।
মানুষ বাঁচুক মশা মারার ব্যাট হাতে নিয়ে!