জেলেদের পরিবার।
নোনা জলের সাথে নিবিড় সম্পর্ক।
বসবাস মিষ্টি জলের পাড়ে।
তিন পুরুষ ধরে মাছ ধরা।
প্রাণে ভয় ডর নেই।
তবে জলের সাথে ছেলেখেলা নয়।


ঠাকুরদাদা ঝড় জলেই বেরিয়েছিলেন
ডিঙ্গা নিয়ে মোহনার দিকে,
আর ফিরে আসেননি।
ঠাকুরমা বহুবার মানা করেছিলেন,
কথায় কান দেন নি।
জল ওনাকে টানত।


বাবারও একই হাল হল।
মা আজও কেঁদে মরেন।


মোহনার অতল তলে বাপ বেটা বসে
এখন তাস খেলছে।


নাতিটাকেও জল হাতছানি দিয়ে ডাকে।
সেদিন নাতবৌ-এর কথা ও শুনলো না,
বিপদ মাথায় নিয়ে ও জলে জমালো পাড়ি।
ভাগ্যিস ওই ট্রলারটাও ওর মতো ভুল করেছিল।
উদ্ধার কার্য চালাতে গিয়ে ধরা পড়লো মাছ -
বারোটা ইলিশের মধ্যে একটা পোনা।
বাড়ি ফিরে এসে বউকে বললো,
'এ যাত্রায় বেঁচে গেলাম।
বাপ ঠাকুরদার হাত ধরেই উঠলাম ট্রলারে।
ওদের মুখ দেখতে পাইনি।
ওদের সাথে বসে আর তাস খেলা হল না'!