মৃত্যুর কোনও ক্ষতিপূরণ হয় না,
মৃত্যুর কোনও সান্ত্বনা নেই।
তবুও মৃতদেহ নিয়ে রাজনীতি হয়।


জীবনের দাম অনেক কম-
মৃতদেহের দাম বাড়ে:
মরার কোনও জাত নেই
কিন্তু মৃতদেহের ওপর জাতীয়তাবাদের তকমা লেগে যায়;
মরা কোনও সাড়া দেয় না
কিন্তু মৃতদেহের ওপর দেশদ্রোহীতার নাড়া লাগে।


আসলে সমাজটাই মৃত:
জীবন এখানে মৃতবৎ বেঁচে থাকে,
তাই মৃতদেহের মূল্যায়ন এখানে ভালো হয়, জীবনের থেকেও...