নেতা ক্যাডার মিছিল করে।
একে ইংরেজিতে বলে 'Rally'।
মৃতদেহ কীভাবে করবে মিছিল!
সে তো নিশ্চল নিশ্চুপ নিস্পৃহ।
তার থাকা না থাকা সমান:
না থাকাই ভালো!


হাসপাতাল মহাশ্মশান।
মহাশ্মশান নরক।
নরক রোগীর আর্তনাদ।


আমি রাজনীতির মিছিলে সামিল নই।
জীবন মরণের মিছিলেও ঠাঁই পাইনি।


করোনার থেকেও বড় ঘাতক দারিদ্র...
এবার রাজপথ হবে মহাশ্মশান।
মহাশ্মশানে হাহাকার।
আর নরকে শতাব্দীর শেষ রাতের স্তব্ধতা।


জীবন মৃত্যু মুদ্রার এপিঠ ওপিঠ।
তবু বলি, 'শেষ হোক মৃত্যু'।
প্রকৃতি এখন মর্গ-
মৃত্যু প্রকৃতির নিয়ম
কিন্তু মৃত্যু মিছিল নয়...