মরুর তৃষ্ণা মেটাতে অক্ষম গোটা সিন্ধু।
যুগে যুগে পুরুষ খুঁজেছে প্রেম- প্রকৃতির বুকে এক বিন্দু।।
প্রকৃতি মানে নারী, নারী মানে ভালোবাসা।
সব নারী এক নয়- আলাদা অস্তিত্বে একই স্রোতে ভাসা।।
পুরুষের হৃদয়ে প্রেম প্রকাশ পায়।
নারীর প্রেম যুগ যুগ ধরে নিজের অন্তরে অজান্তেই হারিয়ে যায়।।
পুরুষ সৃষ্টিকর্তা, নারী সৃষ্টির আধার- ভুল কথা।
নারীও সৃজনশীল- পুরুষ অনেক পরে বুঝেছে নারীর ব্যথা।।
ভোগের শেষ যেখানে, সেখান থেকেই একত্ববোধের উৎস।
ফুল ছেঁড়া পাপ, জলে খেলুক প্রাণবন্ত মৎস্য।।
অধিকার মানুষের থাকে, নারীরও, কিন্তু পণ্যের নয়।
মুক্তির আলো কাটাক অন্ধকারের ভয়।।
মরুর তৃষ্ণার মুখে দাও ঢেলে এক ঘটি জল।
সকল কাজে হাত মেলাক নারী কারণ মধ্যযুগ অসম্পূর্ণ অচল।।