নারী ভাবটা সবার মধ্যেই আছে। পুরুষের মধ্যেও।
সেটা মায়া মমতা।
নারীর ক্ষেত্রে সেটা অন্য জিনিস।
মা।


আমি সারা বছর পড়ে পড়ে ঘুমাই।
মা পাহারা দেন জেগে।
আজকের দিনটা আমিই পাহারা দিই।
নিশ্চিন্ত ঘুমে মায়ের দু চোখ লেগে।


সূর্য ওঠে। চাঁদও ওঠে।
তারারা খসে পড়ে।
মায়ের দু চোখে সারা বছর...
তবে আজও কেন কান্না ঝরে !


আজকের দিনে মা একটু হাসেন।
এই হাসিটা সারা বছর থাকেনা কেন ?
বই-এর পাতায় কবিতা পড়ি-
বাস্তবে কবিতাই নারীর জীবন, জেনো।


(মে দিবসে লেখা)