নারী, কোন কাপুরুষ নিয়েছিল তোমার অগ্নিপরীক্ষা ?
তুমি আগুনের থেকেও পবিত্রা।
আগুনে তুমি জ্বলে যাও নি, জ্বলে গেছে কাপুরুষের হাত !
নারী তুমি পুরুষের হাত ধরে এগিয়ে চলো, কাপুরুষের নয়।
অগ্নিপরীক্ষার আগুন জ্বালানো যায় না, তাই নেভানোও যায় না-
এই আগুন জ্বলে অন্ধ মনের অজ্ঞান জগতে যা বিক্রম বিরোধী।
নারী তোমার সৃষ্টির আগুন ধুয়ে দিক অজ্ঞানতার অন্ধকার,
পৌরুষ নিয়ে জেগে ওঠো তুমি, ঘুমিয়ে থাক শিয়াল কুকুর...


নারী আমি তোমায় শ্রদ্ধা করি,
তাই তোমাকে আমি কোনও দিনও অপমান করতে পারবো না।
তোমার বুকে যে সৃষ্টির আগুন জ্বলে
তার আঁচ পেয়েই আমি বড় হতে চাই।
কাপুরুষতার আগুনে আমি পুড়বো না,
পথ দেখিয়ে নিয়ে যাবে তুমি।
নারী এখন আমি তোমার হাত ধরেছি
তাই আমার আর কোনও ভয় নেই।