নারী আমায় বললো-
তোমার পাপের প্রায়শ্চিত্ত করবো আমি,
আর আমার পাপের প্রায়শ্চিত্ত করবে তুমি।
তাহলেই গড়ে উঠবে সংসার
কারণ দুজন দুজনকে বিশ্বাস করতে শিখবো।
এই বিশ্বাসের উপরেই দাঁড়িয়ে আছে বিশ্ব:
যেথায় বিশ্বাস নেই, সেথায় নেই সংসার;
আর যেথায় সংসার নেই, সেথায় জীবন নিশ্চিহ্ন।
নারী পুরুষের সংসারই জীব জগতের হেতু...
এ এক অমর বন্ধন: সাত পাকে বাঁধা সাত জন্ম !
নারীর সত্তায় বেঁচে থাকে পুরুষ
আর পুরুষের সত্তায় বেঁচে থাকে নারী।
কালের আরেক নাম সম্পর্ক:
যা বিশ্বব্রহ্মাণ্ড ব্যাপী, আদি অন্ত বিহীন।


আমি বললাম-
যে সত্তা মিশে যায়, তাকে হারাবার ভয় নেই।
সম্পর্ক অমর, মানুষ মরণশীল হলেও।
বহমান সময় সকল সৌন্দর্যের সাক্ষী...