নারী তুমি ভাত খেলে আমার পেট ভরে,
তোমার তৃষ্ণা মেটাতেই আমি জল পান করি।
তুমি ব্যথা পেলে আমি কাঁদি,
আমি আনন্দ পেলে তুমি হাসো।
তোমার জীবনের সাথে আমার যাপন জুড়ে রইল,
আমার সময়ের সাথে গাঁটছড়া বাঁধলো তোমার ভবিষ্যৎ।
তোমার রাতের ঘুম ভাঙ্গায় আমার ভোরের স্বপ্ন,
আমার স্পন্দনের সাথে হাত মিলিয়ে চলে তোমার পথ চলা।


প্রকৃতি নারী হলে, পুরুষ মহাকাল:
আমরা অর্ধনারীশ্বর।
দেহ নশ্বর, সত্তা অবিনশ্বর:
এখানে মিলেছে সত্তা- এক ও অভিন্ন।