নারী, তুমি আমায় ছেড়ে চলে গেছো কোথায় ?
কবে ফিরে আসবে আবার ?
আহা, ছেড়ে গেছো বললেই তো আর ছেড়ে যাওয়া হয় না !
যে এসেছে জীবনে, হৃদয়ে লিখেছে নাম, সে ছেড়ে যাবে কীভাবে ?
আবার যে আসেনি জীবনে তার তো ফিরে আসার কোনও প্রশ্নই ওঠে না !


আলো ছায়া মাপা যায় সময়ের কাঁটায়।
প্রেম বিরহ পথ চলে একে অপরের হাত ধরে:
বিরহ ছাড়া প্রেম অসম্পূর্ণ।
যেমন সবুজ পাতায় ভরা গাছের পায়ের তলায়
হলুদ পাতার মরমর ধ্বনি শোনা যায়...
বিরহ এসেছে মানে প্রেম এখনও জীবিত আছে !
সত্তা মেলে সত্তার সাথে
শরীর হাজার মাইল দূরে থাকা সত্ত্বেও।
সত্তা আলাদা হয় না
যেমন উৎপত্তি স্থল থেকেই নদী শুনতে পায় সমুদ্রের গর্জন।


নারী, তুমি এসেছো আমার জীবনে,
তাই তোমার আর চলে যাওয়ার কোনও অধিকার নেই !
কোনও নারী আসেনি আমার জীবনে,
তাই কেউ কোনও দিন ফিরেও আসবে না !
সবুজ পাতা বাতাসের গন্ধে হাসে
আর হলুদ পাতাগুলো ঘুমিয়ে পড়ে শীতের ঠান্ডায়।
সবুজ মনে হলুদ আবির লাগে না,
মরা পাতার বুকে সবুজ স্পন্দন জাগে না।


নারী আছে, অথচ নেই।
নারী নেই কিন্তু তার সত্তা অনুভব করি আশেপাশে।