স্বপ্ন বাস্তব মিলে একাকার-
স্বপ্নের নারী বাস্তবে,
বাস্তবের নারী স্বপ্নে।


গল্পকার এবার কবির ভূমিকায়,
কবি গায় গান,
গায়ক বৈরাগী হয়ে প্রেম খুঁজে বেড়ায় মানুষেরই অন্তরে।


চাতকের স্ফটিক জল,
ডুবুরীর মুক্ত,
এই কবির প্রেম-
মহাশূন্যের অস্তিত্বের মতো:
জায়গা আছে অথচ জমি নেই,
প্রকাশ আছে অথচ প্রাণ নেই।


দেখি নি, ছুঁই নি, বুঝি নি-
তবে অনুভব করেছি তারে
নিজেরই অন্তরে আর ছবি এঁকেছি মনে।


নিজের অস্তিত্বকে খুঁজে পেতে চাই তারই সৃষ্টিতে...