তোমাকে দেখেছি শিল্পীর তুলিতে, কবির কবিতায়...
তোমার রক্ত স্রোত বয়েছে খবরের কাগজের পাতায় পাতায়...
দেশ কাল অতিক্রম করে এই কী তোমার পরিচয় ?
নিজের অস্তিত্ব হারিও না, তাকে করো নাকো ভয়।
নারী সমান বেগে তুমি বয়ে চলো নরের সাথে- বিশ্ব দেখুক নব সূর্যোদয়।