নারী তোমার ক্ষমতা অপরিসীম।
তুমি এই বুনো হাঁসকে বেঁধে রেখেছো
সংসারের স্বচ্ছ সরোবরে,
বন্যার জলে অকালে ভেসে যেতে দাওনি।


স্বচ্ছতা মানে নারীত্ব,
যা মাতৃত্বের এক রূপ।


তুমি আমায় বুকে জড়িয়ে ধরে জানলে আমার পাপ,
আমার কর্মফল ভোগ করার আশ্বাসও দিলে।
পুরুষ সিংহ নতিস্বীকার করলো
নারীর মমতার কাছে।
পুরুষ এই ভাবেই যুগে যুগে হেরে যায় জীবনের কাছে।


আমি তোমার বুকে মাথা রেখে
জানলাম তোমার মর্যাদা হারানোর পাপ।
এই পাপের কর্মফল আমি ভোগ করতে চাই।
তোমার পাপের বোঝা কমাবো তাই।
একে অপরের কর্মফল ভোগ করার নামই প্রেম।


তুমি শেখালে বন্ধন,
সমাজকে ধরে রাখার সুকৌশল।
আমি আর বনে যাই না,
বন্যার জলে সাঁতার কাটার দুঃসাহস দেখাই না,
কেবল সাঁতার কাটি সরোবরের স্বচ্ছতায়-
তোমার অনন্ত বন্ধনের ভিড়ে।