পশুপাখির মধ্যে পুরুষরাই সুন্দর:
যেমন সিংহের কেশর আছে, ময়ূরের পেখম।
মানুষের ক্ষেত্রে তা কিন্তু নয়।
কারণটা জীববিজ্ঞানী হয়েও আমার অজানা।


নারীর রূপ চাঁদের মতো সুন্দর,
তাই বোধহয় তার গায়েই কলঙ্কের দাগ লাগে !


সুন্দরের কোনও ব্যাখ্যা হয় না-
নারী সুন্দর, সুন্দর নারী।
পুরুষ সৌন্দর্য পিপাসু:
মোহাচ্ছন্ন নতজানু সৌন্দর্যের কাছে।
পুরুষের রূপ নিয়ে নারী উদাসীন।
সে তাকেই ভালোবাসে, যার মধ্যে খুঁজে পায় সে নিজের সত্তা।
পুরুষ বাগানের মালী-
ফুলে ফুলে তার বসবাস !


পশুপাখির বিবাহ ও বিচ্ছেদ আমার জানা নেই।
কোন ফুলের রূপে আমার সুন্দর সত্তা বসবাস করে,
তার খোঁজে আমি অবিনাশী।