তুমি আজীবন ঘরে বসে রইলে,
ঘরের অন্ধকারে প্রদীপ জ্বাললে।
ঘরের আলো আমার সফলতা হয়ে ছড়িয়ে পড়ল ঘরের বাইরে, জলে স্থলে।
তুমি স্বার্থত্যাগ করলে...


যদি কিছু থেকে থাকে পরজন্ম বলে
আমি হবো নারী আর তুমি পুরুষ তাহলে।
তোমার সেবায়, তোমার সফলতায়,
আমার সার্থকতা।
তোমার মনের মুক্তিতেই আমার প্রাণের কথা।
তুমি অফিস যাওয়ার সময় আমাকে একটা চুমু দেবে শুধু-
ওটাই আমার প্রাপ্য জানবে।
তুমি অফিস থেকে এলে আমি তোমার পা টিপে দেবো।
সারা রাত যখন তুমি নাক ডাকবে-
আমি জেগে তোমায় পাহারা দেবো।
রান্না ঘরেই কেটে যাবে দিনরাত, মাস, বছর...
স্ত্রীর জীবনযাপন...বাড়ন্ত সংসার ঘর।
পরিবারে বাঁধবো-
সাত পাকের জাদু!


নারী এ জীবনে তুমি অত্যাচারিত।
আমি আর একটা জন্ম চাই-
যেখানে মা হয়ে তুমি আমাকে শাসন করবে অবিরত।
কাপুরুষতা চিরতরে হারাই।


নারী আমি তোমাকে এত বিশ্বাস করি
আমি নিজেকেও করি না তত।
বিপদে আগলে রাখো দু হাত ধরি-
সুখের সংসার বেড়ে চলুক স্নেহের সন্তানের মতো।


আমি ছিলাম হতাশায় আক্রান্ত,
তুমি এসে হাতটা ধরলে।
সূর্যাস্ত কালে জীবন যখন ক্লান্ত...
দশভুজার মতো আর্তের সেবা করলে।


আমি জল, তুমি আকৃতি।
আমি দেহ, তুমি শক্তি।