একজন নারী আমার জন্য প্রাণ দিতে সদা প্রস্তুত।
তিনি কোনও সামান্য নারী নন। ঈশ্বরের অধিক। নাড়ির টান।
এই সম্পর্কে কোনও ভেজাল নেই।
বাকি সব সম্পর্ক ঢেউ-এর মতো-
হাওয়ার তাড়নায় জন্ম। তারপর ভাঙ্গন। মৃত্যু।
সব সম্পর্ক ঠকাতে পারে কিন্তু এই সম্পর্কটি নয়।
আমার দুঃখ হলে, মায়ের দু চোখ দিয়ে জল পড়ে।
আমার খিদে পেলে, মায়ের পেট জ্বালা করে।
আমার আঘাত লাগলে, মায়ের বুকে ব্যথা হয় অসহ্য।
আমি হেরে গেলে, মা ঠেলে এগিয়ে দেন সামনে।
তিনিই মৃত্যুকে আলিঙ্গন করেন আমাকে বাঁচাবার জন্য।


এই নারীর সত্তা নিয়েই আমার বেড়ে ওঠা।
যা আপনারা দেখছেন আমার মধ্যে- যত গুণ- সবই ওনার।
দোষগুলো আমার ভ্রম।
মা আমার হৃদয়ের আলো। মনের প্রশান্তি। দেহের শক্তি।
সত্তার মুক্তি। জেগে থাকার সাহস। ঘুমের স্বপ্ন।
সংগ্রামের অনুপ্রেরণা। সফলতার চাবিকাঠি। জয়ীর বিজেতা।
আমার জন্মের হেতু। আদি অনন্ত।
স্বয়ং যমরাজও মায়ের বুক থেকে আমাকে কেড়ে নিতে ভয় পান।
মা পাশে আছেন, তাই মৃত্যুকে আমি ভয় করি না।
আমি মৃত্যুঞ্জয়।
মা আমার সাক্ষাৎ অন্নপূর্ণা।
আমার ভাত কাপড়ের অভাব নেই। জীবনে আমার আলোর স্রোত।
যাপনে আমার শঙ্খধ্বনি। পথ চলা অবিরাম।


প্রত্যেক নারীর মধ্যে একজন মা বিরাজ করেন।
মা অজেয়। নারী অজেয়।